চুয়াডাঙ্গা: নানা আয়োজিত উদযাপিত হলো চুয়াডাঙ্গা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় চুয়াডাঙ্গা।
দিবসটি উপলক্ষে সোমবার ভোরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে মুক্তিযোদ্ধা সংসদের একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়।
পরে বিকেলে মুক্ত দিবস উপলক্ষে টাউন ফুটবল মাঠে ১৫ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসআর