বগুড়া: ‘বেড়ে ওঠার কাগজ’ স্লোগান ধারণ করে বগুড়া থেকে প্রকাশিত কবিতাপত্র ‘নিওর’র দশম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (০৭ ডিসেম্বর) বিকেলে বিএমএ ভবনে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন বগুড়া বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু।
ইসলাম রফিক সম্পাদিত পত্রিকাটির নামলিপি করেছেন কবি শিবলী মোকতাদির, সম্পাদনা সহযোগী ছিলেন রাহমান মিজান ও হাদিউল হৃদয়।
মোড়ক উম্মোচন শেষে শিশু সংগঠক ও উচ্চারণ একাডেমির পরিচালক অ্যাডভোকেট পলাশ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বগুড়া বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, বগুড়া প্রাইমারী টিচারস ইনিস্টিটিউটের (পিটিআই) সুপারেনটেন্ডেন্ট মুজাহিদুল ইসলাম, শিশু সংগঠক আব্দুল খালেক, নাট্যব্যক্তিত্ব এম ববি খান, সিকতা কাজল ও রাহমান মিজান।
এ সময় উপস্থিত ছিলেন কবি আজিজার রহমান তাজ, বগুড়া লেখক চক্রের সহ-সভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, কামরুন নাহার কুহেলী, আফসানা জাকিয়া, হাদিউল হৃদয় প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এমবিএইচ/আইএ