ঢাকা: ‘সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীকে রুখে দিতে সব রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক শক্তির ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। ’
সোমবার (৭ ডিসেম্বর) ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ সংগঠনের পক্ষ থেকে দেশের বিশিষ্টজনদের পাঠানো বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট সুলতানা কামাল, সাংবাদিক আবেদ খান, ডা. সারওয়ার আলী, কাজল দেবনাথ, জিয়াউদ্দিন তারিক আলী ও এম এম আকাশ।
‘বাংলাদেশ রুখে দাঁড়াও’য়ের সহকারী সমন্বয়ক জিয়াউদ্দিন তারিক আলীর সই করা বিবৃতিতে বলা হয়, কয়েক বছর ধরে দেশে পবিত্র ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান ঘটছে। জঙ্গিদের মূল লক্ষ্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশে জঙ্গিবাদের চারণক্ষেত্র সৃষ্টি করা। এই সংস্কৃতিবিনাশী অপশক্তি যুদ্ধাপরাধের রায় কার্যকর করায় মরিয়া হয়ে উঠেছে। তারা বাঙ্গালির উৎসব বিনষ্ট, মুক্তমনা ব্লগার এবং বুদ্ধিজীবীদের গুপ্তহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।
উগ্রধর্মবাদী কার্যক্রম ও জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা উল্লেখ করে এতে আরও বলা হয়, পশ্চিমা শক্তির ভ্রান্তনীতিই জঙ্গিদের মানবতাবিরোধী কার্যকলাপকে পরোক্ষভাবে ইন্ধন জোগাচ্ছে। আমরা জানি, বাংলাদেশে আইএস’র সংগঠিত উপস্থিতির বিষয়টি অবাস্তব। তবে একই লক্ষ্যে দেশে নানা নামে জঙ্গিরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের লক্ষ্য অর্জনে তৎপর রয়েছে।
শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের নিরাপত্তা আজ ঝুঁকির সম্মুখীন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
টিএইচ/আরএম