ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা মালয়েশিয়া এয়ার লাইন্সের এম এইচ-১৯৬ ফ্লাইট থেকে ১৮ কেজি ৫শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (০৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই ফ্লাইটের ১২-ই ও ১২-এফ সিটের পেছনে স্কচটেপ দিয়ে প্যাঁচানো ৮টি বান্ডেল থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
প্রতিটি বান্ডেলে ২০টি করে স্বর্ণের বার ছিলো। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। তবে যে দু’টি সিট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে, সে সিট দু’টিতে কোনো যাত্রী ছিল না। ফলে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে, স্বর্ণ আটকের পর সোমবার রাত ১২টায় হযরত শাহজালাল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে শুল্ক-গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম-পরিচালক মুহাম্মদ শাফিউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। ওই সিটে কোনো যাত্রী না থাকায় কাউকে আটক করা হয়নি। তবে আশপাশের সিটের যাত্রীদের তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রয়োজন হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি জানান, যেহেতু মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে, সেহেতু ওই এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
তদন্তের প্রয়োজনে সন্দেভাজন সব পক্ষের সঙ্গে কথা বলা হবে বলেও জানান শাফিউর রহমান।
বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এজেড/টিআই
** শাহজালালে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার