ঝালকাঠি: ৮ ডিসেম্বর ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পাক হানাদারমুক্ত হয়।
দিবসটি উপলক্ষে ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদ মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করেছে।
এদিকে, দিবসটি উদযাপনে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় পতাকা উত্তোলন, বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআর