চাঁদপুর: ৮ ডিসেম্বর হানাদারমুক্ত হয় চাঁদপুর। ১৯৭১ সালের এদিনে চাঁদপুরের সংগ্রামী জনতা পাকহানাদার বাহিনীকে রুখে দিয়ে মুক্ত করেছিল চাঁদপুর।
দিবসটি উদযাপন উপলক্ষে ৮ ডিসেম্বর বিকেলে শহরের অঙ্গীকার পাদদেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে চাঁদপুরের মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে ১ ডিসেম্বর থেকে হাসান আলি হাই স্কুল মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএ