ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পোশাক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদ

কমলাপুর-আরামবাগ-মুগদায় সড়ক অবরোধ, বাস ভাংচুর

সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
কমলাপুর-আরামবাগ-মুগদায় সড়ক অবরোধ, বাস ভাংচুর ছবি: মাহমুদ পিয়াস- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কমলাপুর বাসস্ট্যান্ডের সামনের সড়কে বাস চাপায় নারী সহকর্মী নিহতের প্রতিবাদে কমলাপুর ও এর আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বাস ভাংচুর করেছে পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় অরামবাগে তুরাগ পরিবহনের একটি বাস এবং দুপুর সোয়া ১২টার দিকে মুগদা এলাকায় তুরাগ ও বলাকা পরিবহনের দু’টি বাস ভাংচুর করেছে শ্রমিকেরা।



অবরোধ ও ভাংচুরের কারণে কমলাপুর, মতিঝিল, আরামবাগ, মুগদা ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এসব এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া বিষয়টি সুরাহার জন্য বিজিএমইএ’র ক্রাইসিস টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

উল্লেখ্য, সোমবার (৭ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় বলাকা পরিবহনের একটি বাসের চাপায় অলিও অ্যাপারেলস লিমিটেডের ১ নারী পোশাক শ্রমিক নিহত ও ২ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এমআইএইচ/এনএইচএফ/আরএম

** কমলাপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
** কমলাপুরে বাস চাপায় নিহত ১, আহত ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।