ঢাকা: দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ প্রমাণ না হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি তার অভিযোগ নিষ্পত্তি করে কমিশন।
দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটি অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় দুদকের নথিভুক্তির (অব্যাহতি) মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।
ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠির অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট আট দফতরে পাঠানো হয়েছে।
২০১৩ সালের ডিসেম্বরে এনবিআরের সাবেক এ চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এরপরই দুদক উপ-পরিচালক মো. নাসির উদ্দিনকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা গোলাম হোসেনের দুর্নীতির কোনো তথ্য-প্রমাণ না পেয়ে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দেন। কিন্তু ওই প্রতিবেদন আমলে না নিয়ে পুনরায় অনুসন্ধানের নির্দেশ দেয় কমিশন।
তবে পুনরায় অনুসন্ধানেও কোনো ধরনের দুর্নীতির প্রমাণ খুঁজে পায়নি দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা। অবশেষে কমিশন অনুসন্ধানকারী কর্মকর্তার প্রতিবেদনের আলোকে অব্যাহতির সুপারিশে মত দেন।
অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, গোলাম হোসেনের বিরুদ্ধে অবৈধ সুবিধা নিয়ে রিকন্ডিশন্ড গাড়ির শুল্কায়ন প্রক্রিয়ায় বিদ্যমান আইনকে পাশ কাটিয়ে অবচয় সুবিধা দেওয়া, শুল্ক সুবিধায় পণ্য এনে খোলাবাজারে বিক্রির অভিযোগ থাকা সত্ত্বেও শুল্ক গোয়েন্দাদের সংশ্লিষ্ট গার্মেন্টসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত রাখা ও দেশের একাধিক মোবাইল কোম্পানির সিম প্রতিস্থাপনের জন্য ৩ হাজার ১শ কোটি টাকার রাজস্ব আদায় না করার অভিযোগ ছিল।
এছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগও ছিলো। এসব অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত অব্যাহতি পান এনবিআরের সাবেক এ কর্তা।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫/আপডেট: ১৩২১ ঘণ্টা
এডিএ/এএ