ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীকে বাল্যবিয়ে মুক্ত করার উদ্যোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
গাংনীকে বাল্যবিয়ে মুক্ত করার উদ্যোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‘বাল্যবিয়ে রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি, স্লোগানে  মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় গানী উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।



গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ডিডি-এলজি) হেমায়েত হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তার হোসেন, জেলা প্রশাসকের স্ত্রী অ্যাডভোকেট লতিফা খানম, ইউএনওর স্ত্রী নারগীছ পারভীন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশারের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, মাজেদুল ইসলাম মানিক, শিক্ষক তরিফা নাজনীন, এনামুল হক, পারভেজ সাজ্জাদ রাজা,  রফিকুল ইসলাম প্রমুখ।

আগামী ১ জানুয়ারি মেহেরপুর জেলাকে বাল্যবিয়ে মুক্ত হিসেবে জেলা হিসেবে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

মতবিনিময় সভায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, এসএমসি সভাপতি, ইমাম, কাজী, এনজিও প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও নারী নেত্রীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।