ঢাকা: সরকারের পক্ষ থেকে কোনো ‘প্রেশার’ নেই জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, ‘সরকার অনুসন্ধান ও তদন্তের বিষয়ে কোনো নির্দেশনা দিচ্ছে না। আমরা স্বাধীনভাবে কাজ করছি।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এমনটাই জানালেন তিনি।
এক প্রশ্নের উত্তরে মো. বদিউজ্জামান বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের বলা হচ্ছে না যে কাউকে ধরতে বা ছাড়তে। কমিশন স্বাধীন, কোনো প্রেশারে নেই। ’
দেশে দুর্নীতির বর্তমান অবস্থা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘এখন সাড়া জাগানো দুর্নীতি কম। তবে দুর্নীতি যে হচ্ছে না তা নয়, হচ্ছে। আমাদের কাছে তথ্য উপাত্ত থাকলে ব্যবস্থাও নিচ্ছি। ’
‘দুদকের সুষ্ঠু অনুসন্ধান ও তদন্তের জন্য ব্যাংকিং খাতে দুর্নীতি কমেছে। ব্যাংক এখন অনেক যাচাই-বাছাই করে ঋণ দিচ্ছে,’ বলেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে দেশের অর্থনীতিও কিছুটা শ্লথ হচ্ছে কারণ অনেক স্বচ্ছ প্রতিষ্ঠানকেও এখন ঋণ পেতে ঝামেলা হচ্ছে। অনেক পরীক্ষা-নিরীক্ষা করে ঋণ দেওয়া হচ্ছে। এতে বিনিয়োগে কিছুটা সমস্যা হচ্ছে। ’
হাই প্রোফাইল ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'আমার কাছেও মনে হয় ওমুক দুর্নীতিবাজ। আসলে সে হয়তো তাইও কিন্তু আমরা তাদের শেষ পর্যন্ত অব্যাহতি দিচ্ছি। অভিযোগের প্রমাণ না করতে পারায় অব্যাহতি দিই। যারা বড় দুর্নীতিবাজ তারা অপরাধের প্রমাণ রাখেন না। দুর্নীতির অপরাধ প্রমাণে দুদককে প্রযুক্তিগতভাবে আরও আধুনিক হওয়া দরকার বলেও মনে করেন তিনি।
এদিকে ধন-সম্পদ অর্জনের বিষয়ে ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শমসেরের বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, ‘মুসা যত গর্জে, তত না। দুদকের কাছে তিনি বিশাল জমি-জমার হিসাব দিয়েছেন। তবে কোনো জায়গায়ই তার দখলে নেই। আবার বিদেশে আটক ১২ বিলিয়ন ডলারের যে তথ্য দিয়েছেন, সেখান থেকে সে তথ্যও পাচ্ছি না। আবার সেও কিছু দিতে পারছেও না। ’
‘আমরা খোঁজ-খবর নিয়ে দেখেছি, তেমন কিছু নেই। যতটা না করেছেন, তার চেয়ে বেশি বলেছেন তিনি। ’ দুদক সূত্র জানায়, মুসা বিন শমসেরকে এর আগে জিজ্ঞাসাবাদ করা হলেও তার কাছ থেকে সুইস ব্যাংকের হিসাব নম্বর জানা যায়নি।
কমিশনে মুসার জমা দেওয়া সম্পদ বিবরণীতেও এ তথ্য নেই। সুইস ব্যাংকের ওই হিসাব নম্বর না পাওয়ায় সুনির্দিষ্ট তথ্য চেয়ে এমএলএআর (মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট) পাঠাতে পারছে না দুদক।
তাই শিগগির সুইস ব্যাংকের ওই হিসাব নম্বরটি জানতে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫ আপডেট: ২০১০ ঘণ্টা,
এডিএ/এমএ
** এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনকে দুদকের অব্যাহতি