ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনামিকা হত্যায় বিচারিক আদালতের রায় হাইকোর্টে বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
অনামিকা হত্যায় বিচারিক আদালতের রায় হাইকোর্টে বহাল

ঢাকা: ঢাকা জেলার কেরাণীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রী অনামিকা ঘোষকে অপহরণের পর হত্যার ঘটনায় একজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড‍াদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের ‍হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে এ রায় দেন।



রায়ে অনামিকা হত্যা মামলায় মো. মানিকের ফাঁসির দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জনি ঘোষ, আনোয়ার হোসেন, নূরুল ইসলাম মুন্সী এবং মো. আলাউদ্দিনের রায়ও বহাল রাখা হয়েছে।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, মুনসুরুল হক চৌধুরী, ইউসুফ হোসেন হুমায়ুন ও মাহবুব উদ্দিন খোকন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেলোয়ার হোসেন সমাদ্দার ও মনিরুজ্জামান রুবেল।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি বামনসূর প্যাসিফিক কিন্ডার গার্টেনের ছাত্রী নয় বছর বয়সী অনামিকা ঘোষ অপহরণ করা হয়। এ সময় অপহৃতার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এ ঘটনায় ঘটনার দিনই অনামিকার বাবা সুধারাম ঘোষ থানায় একটি মামলা করেন।

মুক্তিপণ নিয়ে দেনদরবারের মধ্যেই ওই বছরের ১ মার্চ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছ থেকে অনামিকার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৭ মার্চ পুলিশ পাঁচ আসামিকে গ্রেফতার করে।

এ ঘটনায় দায়ের করা মামলায় একই বছরের ৩১ ডিসেম্বর ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালত আসামি মো. মানিককে মৃত্যুদণ্ড এবং বাকি চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫, আপডেট: ১৬৫৯ ঘণ্টা
ইএস/এমএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।