রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকার সুমন মিয়া (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়ারা এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলার গন্ধর্বপুর ও মাছিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। নিহত সুমন মিয়া গন্ধর্বপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
এরা হলেন, উপজেলার গন্ধর্বপুর এলাকার হেসাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (২৫), মৃত মনির হোসেন প্রধানের ছেলে মোহাম্মদ আলী (২৯), বাড়ীপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে আকাশ মিয়া (২৩) ও মাছিমপুর এলাকার নুর মোহাম্মদ আলীর ছেলে আক্তার হোসেন (২৫)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, সুমন মিয়া হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ওই ৪ আসামিকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছেন। এর সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এর আগে, গত শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে গন্ধর্বপুর এলাকার রাস্তার উপরে সুমন মিয়ার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সুমন মিয়ার বোন তাহমিনা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ বছর আগে একই এলাকার রিয়াজ উদ্দিন মুহুরীর মেয়ে রুবিনা আক্তারের সঙ্গে সুমন মিয়ার প্রেমের বিয়ে হয়। তাদের সংসারে নিজুম নামে একটি মেয়ে সন্তান রয়েছে। পরে পারিবারিক বিষয়াদি নিয়ে রুবিনা আক্তারের সঙ্গে সুমন মিয়ার বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই সুমন মিয়ার সঙ্গে তার শশুর বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিলো।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসএইচ