ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী ব্যারোনেস ভার্মা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
ঢাকায় ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী ব্যারোনেস ভার্মা ব্যারোনেস ভার্মা

ঢাকা: ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী ব্যারোনেস ভার্মা।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) তিনি বাংলাদেশ সফরে আসেন বলে একইদিন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।



বৈশ্বিক লক্ষ্য অর্জন ও বাংলাদেশের সঙ্গে ঘণিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতেই তার এ সফর বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সফরে ব্যারোনেস জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের জনমানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দারিদ্র্য দূরীকরণসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সরকারকে যুক্তরাজ্যের সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তিনি।

এছাড়া উন্নয়ন সহযোগী, সুশিল সমাজ ও স্টেকহোল্ডার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী।

ঢাকায় অবতরণ করেই ব্যারোনেস ভার্মা বলেছেন, বাংলাদেশ সফরে আসতে পেরে আমার ভালো লাগছে। বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ়।

তিনি আরও বলেন, আগামী কয়েকদিনে আমি বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সাক্ষাৎ করবো।   বাংলাদেশের দ্বি-পাক্ষিক বৃহৎ দাতারাষ্ট্র হিসেবে আমাদের লক্ষ্য, এদেশের মানুষকে দারিদ্র্যমুক্ত করা।

প্রসঙ্গত, হাউজ অব লর্ডসে কনজারভেটিভ সদস্য ব্যারোনেস ভার্মাকে চলতি বছর ১৩ মে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
জেপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।