ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় টেম্পো ও মোটরসাইকেল সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
নেত্রকোনায় টেম্পো ও মোটরসাইকেল সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার বাংলাবাজার এলাকায় টেম্পো ও মোটরসাইকেল সংঘর্ষে এ কে এম সিরাজুল ইসলাম (৪২) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত শিক্ষকের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার রানীগাঁও এলাকায়। তিনি স্থানীয় পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

স্থানীয়রা জানায়, বিকেলে মোটরসাইকেলে করে বাংলাবাজার এলাকা পার হচ্ছিলেন সিরাজুল। এসময় ওই মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিরাজুলের মৃত্যু হয়।   

নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম সড়ক দুর্ঘটনায় শিক্ষক মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।