ঢাকা: বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসা সহজ করাসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার পংকজ শরণের সৌজন্য সাক্ষাতে এ নিয়ে কথা হয়।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সীমান্ত চুক্তিসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বিভিন্ন বিষয় মীমাংসার ব্যাপারে প্রসংশনীয় ভূমিকা পালনের জন্য হাইকমিশনার পংকজ শরণকে পররাষ্ট্র মন্ত্রী অভিনন্দন জানান।
তার কর্মকালে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য অভিনন্দন জানান মাহমুদ আলী।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আইএ
** পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ