রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকাসক্ত যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ বাংলানিউজকে জানান, উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে থানার উপপরিদর্শক (এসআই) রইস উদ্দিন সেন্টু মিয়াকে তার বাড়ি থেকে আটক করে নিয়ে আসে। পরে তিনি আদালতের কাছে মাদকাসক্তির কথা স্বীকার করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেন্টু হেরোইন ও গাঁজা সেবন করতো বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসএস/আইএ