ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত যুবকের কারাদণ্ড

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকাসক্ত যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সেন্টু মিয়া (২৬)। তিনি উপজেলার বড় সেনভাগ গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ বাংলানিউজকে জানান, উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে থানার উপপরিদর্শক (এসআই) রইস উদ্দিন সেন্টু মিয়াকে তার বাড়ি থেকে আটক করে নিয়ে আসে। পরে তিনি আদালতের কাছে মাদকাসক্তির কথা স্বীকার করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেন্টু হেরোইন ও গাঁজা সেবন করতো বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।