ঢাকা: ম্যানহোলে পড়া শিশু নীরবকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পরপরই তার ইসিজি করা হয়।
এর আগে রাত ৮টা ২০ মিনিটে বুড়িগঙ্গা নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ম্যানহোলে পড়া শিশু নীরবকে। উদ্ধারের পরপরই তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়।
এর আগে মঙ্গলবার (ডিসেম্বর ০৮) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শ্যামপুর এলাকায় ম্যানহোলের খোলা গর্ত দিয়ে সুয়ারেজ লাইনে পড়ে যায় ৫ বছরের শিশু সাইফুল ইসলাম নীরব।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, রাজধানীর শ্যামপুর মাঠ সংলগ্ন এলাকায় নীরবদের বাসা। তার পিতার নাম মো. রেজাউল। গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।
শিশুটি ম্যানহোলে পড়ে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় নামে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। পরে ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে বুড়িগঙ্গা নদী থেকে তার অচেতন দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বাংলানিউজকে বিষয়টিকে নিশ্চিত করেছিলেন।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এনএ/এজেডএস/আরআই
** ‘খোলা ম্যানহোলের ঢাকনা বন্ধে ব্যবস্থা নিতে হবে’
** ম্যানহোলে পড়া শিশু নীরব ঢামেকে
** ম্যানহোলে পড়া শিশু নীরব উদ্ধার বুড়িগঙ্গায়
** এখনও খোঁজ নেই শিশু নীরবের, উদ্ধার কাজ চলছে
** শ্যামপুরে ম্যানহোলে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ