ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়া

ঢাকা: রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ এক লাখ টাকা খুইয়েছেন মো. হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী ও তার কর্মচারী ইব্রাহীম (৩০)।

বুধবার (০৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।



হোসেনের চাচাতো ভাই রমজান মিয়া বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জের পাগলা এলাকার নূরবাগে ইভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে তাদের একটি প্রতিষ্ঠান আছে। ব্যবসার সূত্রে ব্যাংক থেকে টাকা তুলে তারা আনন্দ পরিবহন নামে একটি বাসে ওঠেন। সেখানেই তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

পরে তাদের উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। অজ্ঞান পার্টির সদস্যরা তাদের সঙ্গে থাকা নগদ এক লাখ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এজেডএস/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।