ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকার দুই মেয়রকে উকিল নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, ডিসেম্বর ৯, ২০১৫
ঢাকার দুই মেয়রকে উকিল নোটিশ আনিসুল হক ও সাঈদ খোকন

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে উকিল নোটিশ পাঠিয়েছেন মহিদুল কবির নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
 
রাজধানীর দুই সিটি করপোরেশনের সব শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও মসজিদসহ অন্যান্য প্রতিষ্ঠানের সামনে বা আশেপাশের ডাস্টবিন সরানোর জন্য এই উকিল নোটিশ পাঠানো হয়।


 
বুধবার (০৯ ডিসেম্বর) ডাক যোগে উকিল নোটিশটি পাঠানো হয়েছে বলে অ্যাডভোকেট মহিদুল কবির বাংলানিউজকে নিশ্চিত করেন।
 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবসহ দুই সচিব ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বরাবর এ নোটিশ পাঠানো হয়।
 
উকিল নোটিশের বিষয়ে মহিদুল কবির বাংলানউজকে বলেন, ঢাকা শহরে স্কুল-কলেজ, মসজিদসহ অন্যান্য প্রতিষ্ঠানের সামনে বা আশেপাশে যে ময়লার ডাস্টবিন রয়েছে এগুলো দ্রুত সরিয়ে ফেলতে উকিল নোটিশ দেওয়া হয়েছে।
 
বিশেষত মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের মা ও শিশু হাসপাতালের সামনে ময়লার যে স্টেশন রয়েছে তা দ্রুত সরাতে নোটিশে বলা হয়েছে। যদি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় তবে হাইকোর্টে রিট পিটিশন করা হবে- বলেন মহিদুল কবির।
 
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এএসএস/টিএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।