ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোকেয়া দিবস

বগুড়ায় নারীমুক্তি কেন্দ্রের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
বগুড়ায় নারীমুক্তি কেন্দ্রের মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় জেলা নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে অপসংস্কৃতি, যাত্রার নামে অশ্লীলতা, মাদক-জুয়া, পর্ণো ওয়েবসাইট বন্ধের দাবিতে মিছিল-সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
 
বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে শহরের সাতমাথা এলাকায় মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 
পরে নারীমুক্তি কেন্দ্র জেলা শাখার সমন্বয়ক নূরজাহান রেখার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাসদের জেলা শাখার সমন্বয়ক কমরেড সামছুল আলম দুলু, কমরেড আমিনুল ইসলাম, নারীমুক্তি কেন্দ্র জেলা কমিটির সদস্য আতিয়া বেগম ডলি, ছাত্রফ্রন্ট নেতা শীতল সাহা, বনানী রায় ববি প্রমুখ বক্তব্য রাখেন।
 
এদিকে সমাবেশ শেষে দাবিগুলো জানিয়ে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।