ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোকেয়া দিবসে সিলেটে ৫ জয়িতাকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
রোকেয়া দিবসে সিলেটে ৫ জয়িতাকে সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস-২০১৫ উপলক্ষে সিলেটে পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) বেলা ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জয়িতা অন্বেষণে বাংলদেশ-২০১৫ কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার পাঁচ নারীকে সম্মাননা দেওয়া হয়।



সিলেট জেলা নারী বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে সহযোগিতা করে জেলা প্রশাসন। পাঁচ নারীর হাতে সম্মাননা তুলে দেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী মতিউর রহমান।

সম্মাননা পাওয়া নারীরা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নুরুন নাহার বেবী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ফরিদা ইয়াসমিন, সফল জননী রাজিয়া বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা সমিতা বেগম মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী মতিউর রহমান বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করছে। নারীরা সমাজসেবায় যে অবদান রাখছেন তা অনস্বীকার্য। নারীর উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে। একজন মা সুশিক্ষিত হলে পুরো জাতি শিক্ষিত ও গর্বিত হবে।  

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও শিশু বিষয়ক সমাজকর্মী সাইদুর রহমান ভুইয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা নারী বিষয়ক কর্মকর্তা রাজিয়া বেগম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, শাহজালাল বিজ্ঞন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান রুবি ফাতেমা ইসলাম, নারী নেত্রী সালমা বাছিত ও নুরুন্নাহার বেবী।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।