ঢাকা: তৃতীয় আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব বাংলাদেশ-২০১৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ডিসেম্বর (রোববার)।
বুধবার (০৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
চিল্ড্রেন কমিউনিকেশন বাংলাদেশ (সিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসব চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে উৎসব শেষ হবে রাত ৯টায়।
কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে তৃতীয় আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে ইফাদ এগি।
শিশুদের জন্য উন্মুক্ত এ উৎসবে ঢাকার ২২টি প্রাথমিক স্কুল, ৪৫টি মাধ্যমিক স্কুল, ২০টি এনজিও স্কুল, ১২টি শিশু সংগঠন ও বিভিন্ন স্কুলের ৪০ জন শিশু প্রতিনিধিকে আমন্ত্রণ জানান হয়েছে।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, যেকোনো সৃজনশীল কাজ হলো শিল্প। কার্টুনো শিল্প।
তিনি বলেন, অ্যানিমেল চলচ্চিত্রে মানবিকতা সবচেয়ে বড় উপাদান। এ ধরনের চলচ্চিত্র শিশুদের মনে প্রবলভাবে প্রভাব ফেলে। চলচ্চিত্র নির্মাণে অনেক টাকা ব্যয় হয়। যা আমাদের এ মুহুর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ভবিষ্যতে আমরা অনুদান দিতে চেষ্টা করবো বলেন মন্ত্রী
১৩ ডিসেম্বর বিভিন্ন দেশ থেকে আগত অ্যানিমেশন প্রদর্শনীর মাধ্যমে শুরু হবে উৎসব।
বুধবার প্রেসক্লাব প্রাঙ্গণে আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসবের র্যালি উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী।
এসময় আরও উপস্থিত ছিলেন কার্টুনিস্ট আহসান হাবিব, ইফাদ মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেডের এমডি আনভীর আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএম/জেডএস