কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় মো. আনসার উল্লাহ (৩০) নামে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৭ এর একটি দল।
গ্রেফতারকৃত মো. আনসার উল্লাহ মায়ানমারের আকিয়াব জেলার বুচিদং থানার বুচিদং এলাকার মো. জাফর হোসেনের ছেলে। তিনি টেকনাফের হ্নীলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী আন্তর্জাতিক চক্রের সদস্য। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ২টি মামলা রয়েছে।
র্যাব সূত্র জানায়, বরিশালের গৌরনদী উপজেলার মোহাম্মদ রাসেল (৩০) নামে এক যুবককে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করেন আনসার উল্লাহ ও তার চক্র। মালয়েশিয়ায় পৌঁছার পর রাসেলকে আটকে রেখে পাচারচক্রটি মোবাইল ফোনে তার পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ইসলামী ব্যাংক টেকনাফ শাখায় রাসেলের পরিবারের লোকজন আনসার উল্লাহর হিসাবে ৫ লাখ টাকা পাঠায়।
পরে রাসেলের ভাই বাদী হয়ে গৌরনদী থানায় একটি মামলা করেন। ওই মামলায় বুধবার র্যাব-৭ এর একটি দল টেকনাফ থেকে আনসার উল্লাহকে গ্রেফতার করেন।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এস এম সাউদ হোসেন বাংলানিউজকে জানান, আনসার উল্লাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসআর