ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাবিতে শিবির সন্দেহে ২ ছাত্রকে পুলিশে সোপর্দ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
রাবিতে শিবির সন্দেহে ২ ছাত্রকে পুলিশে সোপর্দ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিয়াউর রহমান হল থেকে শিবির কর্মীসন্দেহে দুই ছাত্রকে পুলিশ দিয়েছে ছাত্রলীগ।

বুধবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হলে মারধর করে তাদের পুলিশের কাছে সোপর্দ করা
হয়।



আটকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজবেন্ড্রি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমরান ও ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজেদুর রহমান মালেক।

হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী বাংলানিউজকে জানান, বুধবার রাত ১০টার দিকে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কাউসার কৌশিকের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী হলের ৪২৬ নম্বর ও ৪২৭ নম্বর কক্ষে গিয়ে শিবির সন্দেহে ওই দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসবাদ করেন।

একপর্যায়ে তাদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

রাবি ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, ‘আমাদের কাছে হলের শিবির কর্মীদের তালিকা ছিলো। ওই তালিকা অনুযায়ী খোঁজ করতে গিয়ে ইমরান ও মালেককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা শিবির করতো একথা স্বীকার করায় হালকা চড়-থাপ্পড় দিয়ে পুলিশে দেওয়া হয়েছে। ’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘দুই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।