ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও চারজন।

ব‍ৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।



স্থানীয়রা জানান, পুরিন্দাবাজার থেকে একটি ট্রাকে চাল উঠানোর সময় ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করে দুবৃর্ত্তরা।

এ সময় শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ডাকাতদের ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আরিফ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫/আপডেট: ০৯৪৩ ঘণ্টা
এমএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।