ঢাকা: রাজধানীর ওয়ারীতে একটি রেস্তোরাঁর দ্বিতীয় তলায় মেসে তালাবদ্ধ করে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম, মো. সুমন (৩৮)।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিবীড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওয়ারী থানার নারিন্দা মোড় এলাকায় হামীম রেস্তোরাঁর দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই মেসের বাসিন্ধা সুমন (৪০), শাকিব (৩৫) ও শহীদুল ইসলাম শহীদ (২৭) দগ্ধ হন।
ডা. পার্থ শংকর পাল জানান, আগুনে সুমনের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
নিহত সুমন মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি থানার মৃত ইসমাইল মিয়ার ছেলে। সুমনের বোন বৃষ্টি জানান, হামীম রেস্তোরাঁর কাছেই তার ভাইয়ের দু’টি দোকান রয়েছে। তার সঙ্গে দগ্ধ বাকি দু’জন তার কর্মচারী।
আগুনের ঘটনায় সুমনের বোন বৃষ্টি ও অন্যান্য আত্মীয়স্বজন সোহাগ ও রাজিব নামে দুই ব্যক্তির হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন। বাংলানিউজের সঙ্গে কথা বলার সময় বৃষ্টি বলেন, তাদের সঙ্গে ভাইয়ের আর্থিক লেনদেন ছিল বলে আমরা জানতে পেরেছি। সোহাগের মা গত রাতে (বুধবার) সুমনকে মোবাইল ফোনে হুমকি দেন বলেও আমরা জেনেছি।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫/আপডেট: ১৪০৪ ঘণ্টা
এজেডএস/আরএইচ
** ওয়ারীতে দরজায় তালা দিয়ে মেসে আগুন, দগ্ধ ৩