ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিবারেই নারীরা বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
পরিবারেই নারীরা বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছে মেহের আফরোজ চুমকি

ঢাকা: পরিবার থেকেই নারীরা বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে সিরডাপ মিলনায়তনে নারী পক্ষ কার্যক্রম ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি।



মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ,  অ্যাকশন এইড ও উইক্যান এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।

প্রতমন্ত্রী বলেন, পরিবারে ছেলে শিশুদের জন্য একরকম আর মেয়ে শিশুদের জন্য অন্যরকম পরিবেশ রয়েছে। পরিবার থেকেই নারীরা বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছে। যৌন হয়রানিসহ নানা হয়রানির মুখোমুখি হতে হচ্ছে। এ পরিবেশ থেকে আমাদের সরে আসতে হবে।

তিনি বলেন, আগামীতে আমরা এমন এক সমাজ রেখে যেতে চাই, যেখানে নারীরা নির্যাতনের শিকার হবে না। নারী-পুরুষের মাঝে ভেদাভেদ থাকবে না।

নারীর ওপর নির্যাতন সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। নারীরা বিভন্নভাবে নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। কিন্তু এসব বিষয়ে কোনো সুরাহা হচ্ছে না। তবে বর্তমান সরকার এ বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে কাজ করছে- বলেন মেহের আফরোজ চুমকি।

তিনি বলেন, দারিদ্র ও অল্প শিক্ষিত নারীরা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। তবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারীও নানা ধরনের নির্যাতনের শিকার হন।

নারীর ওপর নির্যাতন রোধে সবাইকে মিলে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, আমরা পরিবার থেকেই নারীদের ওপর বৈষম্য মূলক আচরণ শুরু করি। ছেলে শিশুদের হাতে তুলে দেই ফুটবল আর মেয়ে শিশুদের হাতে দেই পুতুল ও রান্ন‍া ঘরের দায়িত্ব। এ বিষয়গুলো আমাদের অনুধাবন করতে হবে। এর সমাধানে নারীদেরই এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস অ্যাম্বাসির কনসাল জেনারেল এলিজাবেথ পি গুটারি, ইউএনএফপিএ’র আর্জেন্টিনা ম্যটাভেল পায়োকিন, প্ল্যান ইন্টারন্যাশনাল, বাংলাদেশের সিনায়েত গেবরিজিয়াবহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
একে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।