বগুড়া: বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের নিশিন্দারা নামক এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮-১০ জন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়া পৌরশহরের ছোট বেলাইল এলাকার আশরাফুল হকের স্ত্রী সাজেদা বেগম (৩০) ও তার শিশু পুত্র সূর্য (৭)। তবে অপর নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, গাইবান্ধা থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা শাহীন-শাওন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (বগুড়া -ব-২৯৭৭) উক্ত স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এতে বাসটি মহাসড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হন। বাসটি আটক রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
শহরের ছিলিমপুর ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম জানান, আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫/আপডেট: ১৭০০ ঘণ্টা
এমবিএইচ/জেডএস