ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী পদে পুতুল, চুড়ি ও ফ্রকসহ গৃহস্থালি প্রতীক নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। ভবিষতে এগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ২৩ নভেম্বর (সোমবার) নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য- আঙ্গুর, কাঁচি, গ্যাসের চুলা, চকলেট, চুড়ি, পুতুল, ফ্রগ, ভ্যানেটি ব্যাগ, মৌমাছি ও হারমোনিয়াম প্রতীকগুলো সংরক্ষণ করে ইসি। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিভিন্ন মহল থেকে তা বাদ দেওয়ার দাবি ওঠে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল ইসি সচিবকে স্মারকলিপি দেয়।
প্রতিনিধি দলের নেতা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা সাংবাদিকদের বলেন, নারী পদের জন্য যে প্রতীক বরাদ্দ করা হয়েছে অত্যন্ত লজ্জাজনক ও অসম্মানের। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নারীদের যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে তাতে গোটা জাতি হতবাক ও বিস্মিত।
বিএনপির ওই প্রতিনিধি দল ত্যাগের পর ইসি সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ইতিমধ্যে ওইসব প্রতীক বাদ দেওয়ার জন্য লিখিত নির্দেশনা দিয়েছেন। সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এসব প্রতীক আর রাখা হবে না। নারীরা আমাদেরই মা-বোন। কাজেই তাদের অপমান করার জন্য এমন প্রতীক রাখা হয়নি। এজন্য প্রতীক খুঁজে দেখে এগুলো বাদ দেওয়া হবে। এই প্রতীকগুলো আর থাকবে না।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ইইউডি/এমজেএফ
** ফ্রক, পুতুল, চুড়িও নারী প্রার্থীদের প্রতীক!