ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অচিরেই বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার সনদ দেবেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
অচিরেই বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার সনদ দেবেন প্রধানমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অচিরেই বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে।

তবে প্রথম পর্যায়ে এ তালিকায় কিছু নাম বাদ পড়েছে। তালিকা সংশোধনের কাজ চলছে। শিগগিরই ত্রুটিমুক্ত গেজেট প্রকাশ করা হবে। অচিরেই বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে বকেয়া ভাতাও পরিশোধ করা হবে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে “মুক্তি মিত্র” স্মৃতিসৌধ উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর শ্রী তথাগত রায়, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসআই

** বাংলাদেশকে প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।