ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হকের ইসতেহার ঘোষণা

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বদরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হকের ইসতেহার ঘোষণা

রংপুর: রংপুরের বদরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আজিজুল হক তার নির্বাচনি ইসতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে ধানহাটি নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ইসতেহার ঘোষণা করেন।



ইসতেহারে খাদ্যে ভেজালরোধ, মানসম্মত খাবার বিক্রয়, সুপেয় পানি সরবরাহ, হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত জটিলতা নিরসন, দুর্নীতি রোধ, নাগরিক হয়রানি বন্ধ, অত্যাধুনিক হেলথ চেকআপ বুথ নির্মাণ, স্বল্প আয়ের মানুষের জন্য স্বল্প বা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, শিক্ষার্থীদের উন্মুক্ত জ্ঞান চর্চার জন্য নলেজ সেন্টার গড়ে তোলা, পৌরসভার তত্ত্বাবধানে ভালো মানের স্কুল স্থাপন, কৃতি শিক্ষার্থীদের জন্য পৌরসভা স্কলারশিপের ব্যবস্থা, পৌরসভার রাস্তাঘাটের সংস্কার সম্প্রসারণ, নিজস্ব পৌরবাজার স্থাপন, যত্রতত্র রাস্তায় গাড়ি পার্কিং বন্ধ করা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে আর্বজনা অপসারণ, নিবিড় বনায়ন প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব পরিচ্ছন্ন ও সবুজ পৌরসভা গঠন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো নির্বিঘ্ন পরিচালনার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ, ইন্টারনেট সূবিধা প্রদান, পৌরসভার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা খেলা দেখার জন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা, আশ্রয়হীন শিশু-নারীদের জন্য রাত্রিকালিন নিরাপদ আশ্রয় গড়ে তোলা, প্রতিবন্ধীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, নাগরিকদের জন্য পর্যায়ক্রমে স্বাস্থ্য ও চিকিৎসা বীমার ব্যবস্থা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সচেনতা সৃষ্টি ও মাদকাসক্তদের চিকিৎসা ও পূর্নবাসন, পৌরশহর রক্ষা বাঁধকে আর্কষণীয় করে ক্ষুদ্র পরিসরে বিনোদন পার্ক নির্মাণ, বাঁধের নিম্নাঞ্চল যুগোপযুগি পদক্ষেপ গ্রহণ করে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, পৌর শহরের নদী সংস্কার, ময়লা-আর্বজনা পরিস্কারের মাধ্যমে মশা-মাছির উপদ্রব লাঘব, ঐতিহাসিক স্থাপনা রক্ষণাবেক্ষণ, শহীদ ও গুণিজনের নামে রাস্তার নামকরণ করা।

সংবাদ সন্মেলনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অধ্যাপক আজিজুল হক উপরোক্ত কার্যক্রমগুলো সমাপ্ত করার জন্য পৌরবাসীর দোয়া ও সহযোগিতাসহ আগামী ৩০ ডিসেম্বর নিবার্চনে উপকূলীয় অঞ্চলবাসীর রক্ষাকবজ নামে পরিচিত নারিকেল গাছ মার্কা প্রতীকে ভোট কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।