ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজি ঠেকাতে রায়পুরে আ’লীগের মাইকিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
চাঁদাবাজি ঠেকাতে রায়পুরে আ’লীগের মাইকিং

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে দলের নামে চাঁদাবাজি ঠেকাতে মাইকিং করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে রায়পুর শহরে এ মাইকিং করা হয়।



দলের নামে কেউ কোনো ব্যবসা-প্রতিষ্ঠানে চাঁদা দাবি করলে দলের সিনিয়র নেতাদের এবং প্রশাসনকে জানানোর জন্য প্রচার মাইকে অনুরোধ করা হয়।

দলীয় সূত্র ও কয়েকজন ব্যবসায়ী জানান, মহান বিজয় দিবস উপলক্ষে গত ৩-৪ দিন ধরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নামে কয়েক ব্যক্তি রায়পুর শহরের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করছেন। এনিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একাধিক ব্যবসায়ী বিষয়টি স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের জানান।

রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ বাংলানিউজকে বলেন, দলের নামে চাঁদা চাওয়ার বিষয়টি ব্যবসায়ীরা আমাদের জানিয়েছে। এজন্য দলীয় সভা ডেকে সবার সিদ্ধান্তে মাইকিং করার উদ্যোগ নেওয়া হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বাংলানিউজকে বলেন, চাঁদা দাবির বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।