ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পরিচয় মিলেছে ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৩, ডিসেম্বর ১০, ২০১৫
পরিচয় মিলেছে ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির

ঢাকা: রাজধানীর বনানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে মোবাইল ফোনে যোগাযোগ করে তার পরিচয় সনাক্ত করে পুলিশ।



ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, নিহত যুবকের নাম আহমেদ ফয়সাল (২৮)। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

ফয়সালের সঙ্গে থাকা মোবাইল ফোনে যোগাযোগ করে জানা যায়, তিনি রাজধানীর মিরপুর এলাকা বসবাস করেন। তার পরিবারের সদস্যরা এলে বিস্তারিত জানা যাবে, বলেন আব্দুল মজিদ।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে বনানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মারা যান ফয়সাল।

** বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ