দিনাজপুর: অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে দিনাজপুরের নতুন ভূষিবন্দর এলাকায় তৃপ্তি ফিলিং স্টেশন থেকে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ১১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের নতুন ভূষিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
তৃপ্তি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক অমল রায় বাংলানিউজকে জানান, রাতে ছয়টি মোটরসাইকেলে ১৩ থেকে ১৪ জনের একটি ডাকাত দল মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় এলাকাবাসী তাদের ধাওয়া দিলে ককটেল নিক্ষেপ করে ডাকাতরা। এতে তিনজন আহত হন। এক পর্যায়ে স্থানীয়রা তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে একটি পিস্তল ও তিনটি মোটরসাইকেল উদ্ধার এবং আরও দুই ডাকাতকে আটক করে পুলিশ।
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বাংলানিউজকে বলেন, আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত ব্যক্তিদেরও দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ওএইচ/এটি