ঢাকা: সমাজের দরিদ্র, নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আইজীবীদের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
একই সঙ্গে যারা অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, সেইসব দরিদ্র মানুষের জন্য প্রতি মাসে অন্তত একটি মামলা বিনা পয়সায় আইনি সহায়তা দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট আইজীবী সমিতি মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যায়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইনজীবীদের উদ্দেশ্য প্রধান বিচারপতি বলেন, আপনারা যারা আইন পেশায় রয়েছেন, শুধু ক্লায়েন্টের পাশেই নয়, সমাজের দরিদ্র নিপীড়িত মানুষদের পাশে দাঁড়াবেন। এসব আইনি সহায়তা দেওয়ার জন্য আইনজীবীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে বিভিন্ন এলাকায় জনগণের উপর নির্যাতন ও হয়রানি চলতে পারে। পুলিশি হয়রানিও হতে পারে। আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়াবেন। মানুষের কাছে ভালো মানুষ ও আইনজীবী হিসেবে পরিচিত হবেন। যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ বিভিন্ন দেশে আইনবীজীরা এভাবে জনগণের পাশে দাঁড়ান।
তিনি বলেন, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের প্রতিষ্ঠিত তিনটি পাবলিক বিশ্বিবদ্যালয়। এ তিনটি বিশ্বিদ্যালয় প্রথম শ্রেণি ক্যাটাগরির। এসব বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পাস করে অধিকাংশরা প্রতিষ্ঠিত হচ্ছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ধরনের সম্মেলন ঢাকায় আয়োজন না করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে শিক্ষার্থীরা উপকৃত হবেন। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আপনাদের কাছ থেকে অনেক কিছু তারা জানতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের চার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, এ কে এম আসাদুজ্জামান, মো. আবু জাফর সিদ্দিকী ও মুজিবুর রহমান মিয়া।
সম্মেলন ব্যবস্থাপনা পরিষদের আহ্বায়ক রবিউল আলম বুদুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
টিএইচ/এসএস