ঢাকা: সচিবালয়ে পরিত্যক্ত জিনিসপত্র সরানোর কাজে যাওয়া ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জাহাঙ্গীরের বাবার নাম নসু মিয়া। তার বাড়ি কেরানীগঞ্জের বালুর মাঠ এলাকায়।
জাহাঙ্গীরের সহকর্মী আবুল কালাম বাংলানিউজকে জানান, দুপুরে সচিবালয়ের পরিত্যক্ত জিনিসপত্র সরানোর জন্য তিনটি ট্রাক ভাড়া করা হয়। এ তিন ট্রাকের দু’টি জিনিসপত্র নিয়ে বের হয়ে যায়। অপর ট্রাকটি ৪টার দিকে জিনিসপত্র নিয়ে বের হওয়ার সময় খানিক পেছনে আসতে চাইলে শ্রমিক জাহাঙ্গীর ধাক্কা খেয়ে পড়ে যান। তৎক্ষণাৎ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়। কিন্তু সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, জাহাঙ্গীরের মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এজেডএস/এইচএ/