কুমিল্লা: সোয়া এক ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।
কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করেছে। সোয়া ১ ঘণ্টার পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে, বিকেল ৩টা ৫০ মিনিটে কুমিল্লা সদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন ধর্মপুরে এক মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পিসি/