ঢাকা: মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। সে যুদ্ধে সব মানুষ অংশগ্রহণ না করলে দেশ স্বাধীন হতো না।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত বিজয় অনুষ্ঠানে এ কথা বলেছেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মুক্তিযুদ্ধ জাদঘুরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, মফিদুল হক, সদস্য সচিব জিয়া উদ্দিন তারেক আলী প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ জনযুদ্ধ ছিল। সে কারণেই দেশ স্বাধীন হয়েছে। এটি জনযুদ্ধ না হলে দেশ স্বাধীন হতো না।
এসময় মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে সবার অনুদানের কথা উল্লেখ করে ডা. সারওয়ার আলী বলেন, আমরা চেয়েছি, মুক্তিযুদ্ধের মত এ জাদুঘর নির্মাণেও সবার অংশগ্রহণ থাকুক। সেজন্য এর নির্মাণ তহবিলে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সবার অংশগ্রহণের মাধ্যমে ভবন নির্মাণের কাজ প্রায় শেষ। মার্চে এ জাদুঘর সবার জন্য খুলে দেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান ভাড়া করা ভবনে মুক্তিযুদ্ধের প্রায় ১৩ হাজার নিদর্শন রয়েছে। তবে, আমাদের কাছে আছে প্রায় সাড়ে ২২ হাজার দালিলিক, স্মারক ও নিদর্শন।
সারওয়ার আলী জানান, আগারগাঁও জাদুঘরের স্থায়ী ছয় তলা ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ। সেখানে আরও অনেক বেশি নিদর্শন প্রদর্শন করা যাবে।
জাদুঘরের এ ট্রাস্টি বলেন, ভবনের কাজ শেষ করতে ১০২ কোটি টাকা প্রয়োজন। ইতোমধ্যে ৮৬ কোটি টাকা অনুদান পাওয়া গেছে। সবাই যেভাবে সাড়া দিচ্ছে, তাতে টাকার সমস্যা হবে না।
পরে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে পাঁচ লাখ টাকা অনুদান দেন প্রতিমন্ত্রী। তহবিলে আবুল খায়ের চৌধুরী নামে একজন মুক্তিযোদ্ধার সন্তানও এক লাখ টাকা অনুদান দেন।
বক্তৃতা ও অনুদান প্রদান পর্বের পর মুক্তিযুদ্ধের ভাষ্য পাঠ, দলীয় আবৃত্তি, দলীয় সংগীত ও পথনাটক পরিবেশিত হয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরইউ/এইচএ/