আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া): শনিবার (১২ ডিসেম্বর) আগরতলায় পুর নির্বাচনের ভোট গণনার কারণে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাসিবুল হাসান হাসিব বাংলানিউজকে বলেন, আমাদের দিক থেকে কোনো ধরনের সমস্যা নেই।
আখাউড়া স্থলবন্দরের সহকারী শুল্ক কর্মকর্তা মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, শনিবার বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল থাকবে স্বাভাবিক।
শতভাগ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন পাথর,সিমেন্ট, ছোট-বড় মাছসহ প্রায় অর্ধশতাধিক পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যসহ ৭টি পাহাড়ি রাজ্যে রপ্তানি হয়।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পিসি/