ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিত্রে নদীর বুকে পদ্মাসেতুর নির্মাণযজ্ঞ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
চিত্রে নদীর বুকে পদ্মাসেতুর নির্মাণযজ্ঞ ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পদ্মা সেতুর নির্মাণস্থল থেকে ফিরে: স্বপ্নের পদ্মাসেতু আর স্বপ্ন নয়, এবার বাস্তবতায় ফেরার অপেক্ষা। শনিবার (১২ ডিসেম্বর) কাঙ্ক্ষিত এ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



সেই বাস্তবতায় যাওয়ার আগে পদ্মার দু’পাড়জুড়ে দেশি-বিদেশি কর্মীদের নিদারুণ ব্যস্ততা। নির্মাণাধীন সেতু এলাকার কিছু চিত্র তুলে এনেছেন বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট খায়রুল আলম রাজিব।

নির্মাণ হবে দীর্ঘ অবকাঠামো। গভীর নদীর বুকে ভেসে এই জাহাজে বিশেষজ্ঞরা করছেন নদীর তলদেশের মাটি পরীক্ষার কাজ।

প্রস্তুত দেশি-বিদেশি কর্মীরা। আর একটু অপেক্ষা। এগিয়ে যাচ্ছেন তারা। উদ্দেশ্যে পদ্মা সেতু নির্মাণ।

পাইলিংয়ের জন্য চলছে ঝালাইয়ের কাজ। প্রস্তুত হচ্ছে দীর্ঘ ব্যাসার্ধের পাইপ। ফেলা হবে নদীর বুকে। এর উপর ভাসবে মূল সেতু।

মহাব্যস্ততা! কর্মীদের নিপুণ হাতে এভাবে হাজার হাজার ব্লক তৈরি হচ্ছে পদ্মাপাড়ে।

পাইলিং। মাঝ নদীতে জাহাজে ভেসে ভেসে চলছে পাইলিংয়ের কাজ।

ল্যান্ডিং স্টেশন। এখানে স্থল সীমানার সঙ্গে যুক্ত হবে স্বপ্নের পদ্মাসেতু।

পদ্মার তলদেশ থেকে বালি সংগ্রহ করে ফেলা হচ্ছে নদীর পাড়ে।


পদ্মাসেতু নির্মাণে সিমেন্ট সরবরাহ করছে বসুন্ধরা গ্রুপ। অ্যাপ্রোচ রোড, নদী শাসন আর মূল সেতুতে ব্যবহার হবে সব থেকে শক্তিশালী এ সিমেন্ট।

বালি আর পাথরের কাজ, তা থেকে তৈরি হচ্ছে ব্লক।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।