সাভার (ঢাকা): আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে সাভারে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। ভোট চেয়ে ভোটারদের কাছে ছুটছেন সবাই।
ছোট-বড়, আবাল-বৃদ্ধ-বনিতা সবার সঙ্গে কোলাকুলি আর হাত মিলিয়ে প্রার্থীরা ছুটে চলেছেন মহল্লার একপ্রান্ত থেকে অপরপ্রান্তে।
এবারের নির্বাচনে বিএনপি অংশ নিলেও তাদের প্রার্থীদের তেমন একটা দেখা মিলছেনা। তবে সাভার ১নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী মো. রমিজ উদ্দিনকে প্রচারণা চালাতে দেখা গেছে।
বাংলানিউজের সঙ্গে আলাপকালে জানান, নির্বাচনী সব ধরনের আচরণ বিধি মেনে তিনি প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
অভিযোগ করে বাংলানিউজকে তিনি বলেন, আমার প্রচারণায় বাধা দিতে না পারলেও কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। তাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভিতী প্রদর্শন, মামলা-হামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অপরদিকে ১নং ওয়ার্ডের আওয়ামী প্রার্থী এরশাদুর রহমানকে দেখা গেলো জনসমর্থন আর ভোট প্রাপ্তির জন্য জনগণের দ্বারপ্রান্তে। দিচ্ছেন বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ আর সাহায্য-সহযোগিতার আশ্বাস।
এ ওর্য়াডের জামসিং কেন্দ্রটিকে তিনি কিছুটা ঝুকিঁপূর্ণ মনে করলেও সার্বিকভাবে নির্বাচত অবাধ ও সুষ্ঠ হবে বলে আশাবাদ তার।
তবে ১৪ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণা আরও বেগবান হবে বলে মন্তব্য সবার।
বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা,ডিসেম্বর ১২,২০১৫
জেডএস