ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মাসেতুর নদীশাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাহমুদ মেনন ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
পদ্মাসেতুর নদীশাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাওডোবা (জাজিরা পয়েন্ট) থেকে: ফলক উন্মোচনের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুর নদীশাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা ১১টা ১৬ মিনিটে নাওডোবায় নবনির্মিত হেলিপ্যাডে এসে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার।

হেলিকপ্টার থেকে নেমেই মঞ্চের পাশে অবস্থিত একটি ফলক উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতু প্রকল্পের মূল কাজ নদী শাসনের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পর মোনাজাতে পদ্মা সেতু প্রকল্পের সফলতা কামনা করেন তিনি।
 
ফলক উন্মোচনের পর পাশেই অবস্থিত সুধী সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সেখানে ইতোমধ্যেই বক্তব্য রেখেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শরীয়তপুর-১ (জাজিরা) আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক।

পদ্মা সেতুর নদী শাসন প্রকল্পের কাজ উদ্বোধন করতে জাজিরা পয়েন্টে প্রধানমন্ত্রীর পৌঁছার কথা ছিলো সকাল সাড়ে দশটার দিকে। কিন্তু কুয়াশার কারণে তার আগমনে কিছুটা বিলম্ব হয়।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নাওডোবায় নির্মিত হয় নতুন হেলিপ্যাড, প্রস্তুত করা হয় মঞ্চ।

এদিকে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে আশপাশের এবং দূর দূরান্তের এলাকা থেকে কাতারে কাতারে জনগণ এসে ভিড় জমিয়েছেন নাওডোবায়। তারা এসেছেন শরীয়তপুর, মাদারীপুর,ফরিদপুর এমনকি গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার দূর দূরান্তের গ্রাম থেকে।

এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রঙিন ফেস্টুন, পতাকায় সেজেছে পুরো এলাকা। তাতে জাতির জনক আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

জাজিরায় পদ্মাসেতুর নদী শাসনের কাজ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন পদ্মার ওপারে মাওয়া পয়েন্টে। সেখানে পদ্মাসেতু নির্মাণের পাইলিংয়ের কাজ উদ্বোধন করবেন। সেখানেও তিনি বক্তব্য রাখবেন সমাবেশে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এমএমকে/এমইউএম/এইচএ/আরআই/এএ/এমএ

** ভূমিকম্পেও নড়বে না পদ্মাসেতু
** প্রস্তুত পদ্মা




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।