মাওয়া পদ্মাসেতু প্রকল্প এলাকা থেকে: পদ্মাসেতু প্রকল্পের মূল সেতুর পাইলিং ও নদীশাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের পর জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ের উত্তর মেদেনিমণ্ডল এলাকার সেতু প্রকল্প এলাকায় জনসভার মঞ্চ সম্পূর্ণ প্রস্তুত।
প্রধানমন্ত্রীর জনসভার নিরাপত্তার লক্ষ্যে এসএসএফের নেতৃত্বে আইন-শঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার কয়েক শতাধিক সদস্য মঞ্চের চারদিক ঘিরে রেখে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন। সেই সঙ্গে র্যাব সদস্যরা ডগ স্কোয়াড দিয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে জনসভাস্থল রেকি করছেন।
মঞ্চের পূর্বদিকে ঢাকা-মাওয়া মহাসড়ক মুখে জনসভা মঞ্চে যেতে দু’টি নিরাপত্তা ফটক তৈরি করা হয়েছে। আইন-শঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন মঞ্চের চারদিক। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা প্রকল্প এলাকায় অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের অপেক্ষায় রয়েছেন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পদ্মাসেতু প্রকল্প এলাকাসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) পদ্মাসেতু প্রকল্প এলাকায় পৌঁছে প্রথমে শরীয়তপুরের জাজিরা এলাকায় নদীশাসন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় প্রকল্পের মূল সেতুর পাইলিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
বিকেল ৩টার দিকে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
মুন্সীগঞ্জের লৌহজং ও শরীয়তপুরের জাজিরা এবং মাদারীপুরের শিবচর এলাকায় গত দু’দিন ধরে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে।
দেশের সর্ববৃহৎ প্রকল্প উদ্বোধনের দিন হওয়ায় কুয়াশার চাদরে ঢাকা পড়া পদ্মাসেতু প্রকল্প এলাকার দিকে ছুটে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে কুয়াশা ভেদ করে উঁকি দেয় সূর্য। সেই সূর্যের আলোর মতো পদ্মাসেতু প্রকল্প এলাকাও আলোকিত হতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের নানা তৎপরতায়। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন বাহনে জনসভা মঞ্চের দিকে জড়ো হতে শুরু করেছেন সকাল দশটার পর থেকেই।
জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আড়াই লাখ মানুষ জমায়েত হবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এমএমকে/এমইউএম/এইচএ/আরআই/এএ/এমএ