নাওডোবা পয়েন্ট (জাজিরা) থেকে: আজ আমাদের ইতিহাসের আরেকটি বীরত্বগাঁথার ঐতিহাসিক দিন। বিজয় দিবসকে সামনে রেখে আজ এই বিজয় দিবসে বাংলার ইতিহাসে আরেকটি সোনালী অধ্যায় শুরু হতে যাচ্ছে।
শনিবার (১২ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু ও নদীশাসনের বাস্তব কাজের উদ্বোধন শেষে শরীয়তপুরের জাজিরায় আয়োজিত সুধী সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালে বীর মুজিব দেশ স্বাধীন করেন, ৪৫ বছর পর পদ্মাসেতুর নির্মাণ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে আরেকটি বিজয় অর্জিত হলো। এ যেন বিজয়ের পর আরেকটি বিজয়।
সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাবের সোনালী ফসল।
এসময় পদ্মাসেতু নির্মাণের জন্য যারা নিজেদের ভিটেমাটি দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এমএমকে/এমইউএম/এইচএ/আরআই/এএ/এমএ