ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বালু ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
হবিগঞ্জে বালু ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

হবিগঞ্জ: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও মামলার আসামি এবং সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলমগীর তালুকদারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।  

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা সদরের ফায়ার সার্ভিস রোডে একদল যুবক তাকে আটক করে গণপিটুনি দেয়।

পরে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় দিয়েছে।  

আটক আলমগীর তালুকদার হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ের প্রভাবশালী বালু ব্যবসায়ীদের একজন।  

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দলটির প্রভাব খাটিয়ে হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস এলাকার এক ব্যক্তির কাছ থেকে ১২ শতক জমি ক্রয় করেন আলমগীর। সেখানে বহুতল ভবন নির্মাণ করছিলেন এবং জায়গার মালিকের রাস্তা জোরপূর্বক ভবনে ঢুকিয়ে দেন। এনিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছিল। পরে রোববার সন্ধ্যায় সেখানে গেলে উত্তেজিত লোকজন তাকে ধরে মারপিট করতে থাকেন। এ খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।  

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর বাংলানিউজকে জানান, গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরের টাউন হল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১৮ আগস্ট একটি মামলা দায়ের করা হয়। আলমগীর এ মামলার প্রধান আসামি।

এছাড়া আলমগীরের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে হবিগঞ্জের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।