ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বীর প্রতীক মোক্তার আলীকে বাড়ি দিলো বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
বীর প্রতীক মোক্তার আলীকে বাড়ি দিলো বিজিবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বীর প্রতীক মো‍. মোক্তার আলীকে বসবাসের জন্য বাড়ি নির্মাণ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে  বিজিবির নিজস্ব অর্থায়নে এ বাড়ি নির্মাণ করা হয়।

মো‍. মোক্তার আলী বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে নবনির্মিত বাড়িটির উদ্বোধন করেন বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের (যশোর) আঞ্চলিক কমান্ডার ব্রি. জেনারেল খোন্দকার ফরিদ হাসান।

এ সময় বিজিবির ২৬ ব্যাটালিয়ানের লে. কর্নেল মো.  জাহাঙ্গীর হোসেন, লে. কর্নেল খালেদ বিন ইউসুফ, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জালাল উদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, স্থানীয় লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজিবির মহাপরিচালকের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে খুলনা এবং বরিশাল বিভাগের মুক্তিযোদ্ধাদের পুর্নবাসনের লক্ষে ১১টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা হাবিলদার (অব.) মোক্তার হোসেন বীর প্রতীককে দুই কক্ষ বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।