সাভার(ঢাকা): আইনের শাসনের অভাবেই গণপিটুনির মতো ঘটনাগুলো ঘটছে। এ অপরাধ প্রবণতা মানুষের মধ্যে একদিনে গড়ে ওঠেনি।
শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে সাভারের খাগান এলাকায় ব্র্যাক সিডিএমএ মানবাধিকার সম্মেলন ২০১৫ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারে বাংলাদেশের অবস্থান ভালো হলেও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। এটি একটি চিন্তার কারণ। মানুষকে বিনা অপরাধে আটক, হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। মানবাধিকার কমিশন এ ধরনের অনেক অভিযোগ পেয়েছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসএস