ঢাকা: বাংলাদেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান-১’র ইন্দ্রিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) ঢাকার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ভৌগোলিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থান হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিসহ সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন পঙ্কজ।
তিনি বলেন, বাংলাদেশের তিন দিকে রয়েছে ভারত, একদিকে বঙ্গোপসাগর। রয়েছে দু’দশের বিশাল সীমান্ত। দেশের চলমান গণতন্ত্রকে ভারত বিশেষ মর্যাদা দিয়ে আসছে। এ দেশের মানুষই সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় আসবে, কে যাবে?
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পঙ্কজ শরণ বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে ভারত সমর্থন দিয়েছে। কোন দল ক্ষমতায় থাকবে, সেটা ভারতের বিষয় নয়। দু’দেশের মধ্যে সম্পর্ক ঠিক রাখাই বড় বিষয়।
তিনি জানান, বাংলাদেশে দায়িত্ব পালনকালে তিনি সবার সহযোগিতা পেয়েছেন। এদেশের মানুষের হৃদয়টা অনেক বড়। আর আতিথেয়তা তো সবারই জানা। এদেশের মানুষের আচরণে তিনি সস্তুষ্টিও প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল ও ইনফরমেশন) রাজেশ উইকি, (তথ্য ও সংস্কৃতি) সিদ্ধার্থ চট্টোপাধ্যায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫/ আপডেট: ২১২৭ ঘণ্টা
এসএস/টিআই