ঢাকা: শনিবার (১২ ডিসেম্বর) দিনগত রাত ১টা ১০ মিনিট। সংসদ ভবনের উল্টো পাশে ন্যাম ভবনের সামনে দেখা গেলো, পুলিশের একটি চেকপোস্ট।
চলছে তল্লাশি। প্রতিটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।
এ চেকপোস্টে দায়িত্বরত ৬ পুলিশ সদস্যের মধ্যে অনগার্ড পজিশনে রয়েছেন তিনজন। বাকি তিন সদস্য রয়েছে তাদের সহযোগিতায়। তারা জানান, শনিবার রাত ৮টা থেকে ডিউটি শুরু হয়েছে, চলবে রোববার সকাল ৮টা পর্যন্ত।
সংসদ ভবনের সামনের পুলিশ চেকপোস্টের দায়িত্বে থাকা শেরেবাংলা নগর থানার এসআই মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, যাকেই সন্দেহ হচ্ছে তাকেই তল্লাশি করা হচ্ছে। রাত বেশি হওয়ার কারণে এই রাস্তা দিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশাগুলোই বেশি তল্লাশি করা হচ্ছে। তবে সন্দেহ হলে প্রাইভেটকার থামিয়েও তল্লাশি করা হচ্ছে।
রাত ১টা ৪৩ মিনিট। সংসদ ভবনের সামনের পুলিশ চেকপোস্ট পার হয়ে আসাদগেট আড়ংয়ের সামনে দেখা গেলো, পুলিশের আরও একটি চেকপোস্ট। সেখানেও তল্লাশির জন্য ৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
চোখে পড়লো, এই চেকপোস্টে কোনো ব্যারিকেট নেই। চেকপোস্টের দুই পাশে ডিএমপি’র দু’টি সাইনবোর্ড রাখা আছে। সাইবোর্ডের দুই পাশে ‘অনগার্ড’ পজিশনে রয়েছেন দু’জন পুলিশ সদস্য।
এ চেকপোস্টটি একটু বেশি ঝুঁকিপূর্ণ। কারণ এখানে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যারিকেট নেই, জানালেন মোহাম্মদপুর থানার এএসআই মো. আলী।
তিনি বাংলানিউজকে বলেন, ব্যারিকেট না থাকায় তল্লাশি করতে একটু অসুবিধা হচ্ছে। এ রাস্তায় খুব বেশি ট্রাক চলাচল করে। আর গতিও থাকে বেশি। গতিনিয়ন্ত্রণের জন্য রাস্তায় ব্যারিকেট নেই বলেই ঝুঁকিটা একটু বেশি।
ব্যারিকেট চেয়ে আবেদন করেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, আবেদন করেছি। স্বল্পতার কারণে পাওয়া যায়নি।
রাত ১টা ৫৫ মিনিট পুলিশের একটি জিপ এসে দাঁড়ায় এ চেকপোস্টে। জিপ থেকে নেমে দায়িত্বরত পুলিশ সদ্যদের কাজকর্মের খবর নিলেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান।
এ চেকপোস্টের পুলিশ সদস্য হেলালের সঙ্গে কথা বলে জানা গেছে, আদাবর থানার ওসি রাতে ঘুরে ঘুরে তেঁজগাও বিভাগের চেকপোস্টগুলো পর্যবেক্ষণ করছেন। কে কিভাবে দায়িত্ব পালন করছেন, তা ঘুরে দেখতেই তিনিও কাজ করছেন।
এদিকে রাত ২টা ২৭ মিনিটে সরেজমিনে মোহাম্মদপুরের শিয়া মসজিদের মূল ফটকে দেখা যায়, পুলিশের কড়া পাহারা।
শিয়া মসজিদের সামনে দায়িত্বরত মোহাম্মদপুর থানার এসআই মিজানুর রহমান বাংলানিউজকে জানান, শিয়া মসজিদের নিরাপত্তায় ২৪ ঘণ্টাই নিয়োজিত রয়েছে পুলিশ। এখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১০ জন পুলিশ সদস্য। এছাড়া চারপাশে টহলের জন্য রয়েছে ৫ জন পুলিশ সদস্য। এদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য অনগার্ড পজিশনে আছেন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসজেএ/আরএম