ঢাকা: সাংবাদিক আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
রোববার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবাণী জানানো হয়।
এতে আরও বলা হয়, আবদুল্লাহ আল ফারুক সাংবাদিকতা জীবনে তার পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বাধীন সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে তিনি যে নিরলসভাবে সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন তা তার সতীর্থ ও সহকর্মীদের মধ্যে প্রেরণার উৎস হয়ে থাকবে।
ফারুকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানানো হয় বিজ্ঞপ্তিতে।
শনিবার দিনগত রাতে রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সাংবাদিক আবদুল্লাহ আল ফারুক। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক আবদুল্লাহ আল ফারুক সর্বশেষ দৈনিক আজকের পত্রিকায় প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দৈনিক কালেরকণ্ঠের উপ-সম্পাদক ও প্রধান প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া বিভিন্ন সময়ে দৈনিক সমকাল, যুগান্তর, সংবাদসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন ফারুক।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এটি